বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে প্রিয়বাংলা সংগঠন আয়োজিত পথমেলা।
গ্রাম বাংলার ঐতিয্যবাহী পথমেলা গ্রামীন জীবনের বৃত্ত পেড়িয়ে পৌছেছিল শহরের আঙ্গিনায়। আর এখন শহর, বন্দর ও দেশ ছাড়িয়ে সুদূর প্রবাসেও মহাসমারোহে উদযাপিত হচ্ছে পথমেলা। ভার্জিনিয়া রাজ্যের আর্লিংটনের পথে প্রিয়বাংলা সংগঠনের উদ্যোগে আয়োজিত হল, এমনি এক পথমেলার !