Culture

ওয়াশিংটন ডিসিতে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস “স্পষ্ট নয়ন” পালন করা হয়েছে।

গত শনিবার স্থানীয় সময় সন্ধায় ভার্জিনিয়ার আর্লিংটন কাউন্টির থমাস জেফার্সণ মিডল স্কুল থিয়েটার অডিটোরিয়ামে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড নিয়ে গঠিত বৃহত্তর ওয়াশিংটন ডিসির ২৩টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জোট ‘একুশে এলায়েন্স’-এর উদ্যোগে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর ভাষা শহীদদের স্মরণে শিশু কিশোরদের সমবেত নৃত্য নাট্য – ‘দেখেছি মায়ের চোখে’ পরিবেশন করা হয়।

এরপর আর্লিংটন কাউন্টি বোর্ড সদস্য ম্যাট ডি ফেরান্টি বোর্ডের পক্ষে শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আর্লিংটন কাউন্টিতে এধরণের বহু সংস্কৃতির অনুষ্ঠান আয়োজনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে এধরণের অনুষ্ঠান আয়োজনে কাউন্টির সহযোগীতার আশ্বাস দেন।

শফিকুল ইসলামের গ্রন্থনা ও পরিচালনায় একুশে নাটক ‘শহীদের দৃষ্টি’ মঞ্চস্থ করা হয়। এতে ভাষা আন্দোলন পরবর্তী বৈষম্য আর পরাধীনতার শিকার হয়ে পূর্ব বাংলার জনগণের স্বাধীনতা অর্জনের বিষয়টি শহীদদের দৃষ্টিতে তুলে ধরা হয়।

এর আগে একজন জীবন্ত ভাষা সৈনিক ও প্রত্যক্ষদর্শীর বিবরণে একুশে ফেব্রুয়ারি ১৯৫২ এর আশে-পাশের দিনগুলির স্মৃতিচারণে দলীয় সঙ্গীত ‘ভাষা সৈনিকের দৃষ্টিতে’ পরিবেশিত হয়।

অতঃপর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দলীয় নৃত্য – ‘লেট’স সেলিব্রেট দ্যা কালচারাল ডাইভার্সিটি’ অনুষ্ঠিত হয়। সবশেষে আয়োজক সংগঠনগুলো ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

ভয়েজ অব আমেরিকার ফকির সেলিম ও শতরুপার উপস্থাপনা ও প্রিয় বাংলা, ইনক এর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে স্থানীয়রা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

 

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.